Illustration by Rani Bhowani
আত্মজীবনী এবং বসন্ত কাল
এবার বুকে আগুন রেখে দিলাম,
এখন থেকে জীবন সুরু হোক.
তোমার দু হাত আমার হাতে নিলাম,
তোমার দু চোখ আলোর নদী হোক.
সাগর সিঁচে ঝিনুক মেলে জানি,
ঝিনুক ভেঙ্গে মুক্ত কজন পায়?
আমি মুক্ত মালাও ছিড়তে রাজি আছি.
যদি দখিন হাওয়াই তোমায় ছোয়া যাএ .