Author Archive
খোলা চিঠি - আত্মজ কে

ছোট ছোট হাত দুটি কি বিশ্বাসে জড়াতো যে গলা, আধো আধো বুলি তার সেই সে প্রথম কথা বলা। সময় পেরিয়ে গেছে, মুছে গেছে স্নিগ্ধ
ফেরা

বার বার জীবনের সিঁড়ি ভাঙা অঙ্ক ভুল করে
অসফল হতে হতে এক দিন তীব্র হতাশায়,
সম্পর্কের মাকড়সার মায়া জাল ছিন্ন করে নিয়ে
মৃত্যু চিন্তা জীবনকে ঠেলে