দু জনে
দু জনে
সম্পর্ক ঘিরে বাড়ে বন্য কাঁটা গাছ,
তার আঘাতে দুজনেই ক্ষতবিক্ষত আজ।
দুই হাত, পাদুখানি শেকল দিয়ে বাঁধা,
চিন্তা ভাবনা সব কিছু চেনা গতে সাধা।
আবেগ বিসর্জিত, যুক্তি এবং তর্ক,
পাছে হেরে যায়, তাই সদাই সতর্ক ।
ভেতরে যে চিরশিশু, মারা হয়েছে তাকে,
অহং, পাহাড় হয়ে পথ আটকে রাখে,
দুজনেই ভাবে, আরেকবার, ছুটে যাই,
একবার কাছে টানি, দুহাতে জড়াই,
ভেবে ভেবে অকারণ দিন চলে যায়,
সম্পর্কের কাঁটালতা দুপায়ে জড়ায়,
দুজনেরই মনে জেগে ওঠে বালুচর,
“তুমিও নেই আগের মত, তুমি আজ পর”।
চিরশিশুদুটি কাঁদে দুজনেরই মনে,
দুটি মন এক হবে তারই দিন গোনে।