খোলা চিঠি - আত্মজ কে
‘The Cradle’ painted by Berthe Morisot (1872) is one of world’s most famous painting portraying a mother’s intimacy and care for her child.
ছোট ছোট হাত দুটি
কি বিশ্বাসে জড়াতো যে গলা,
আধো আধো বুলি তার
সেই সে প্রথম কথা বলা।
সময় পেরিয়ে গেছে,
মুছে গেছে স্নিগ্ধ কলগীতি,
সুখ গেছে, শূন্য ঘরে
একাকিনী কাঁদে রিক্ত স্মৃতি।
অনেক তো হলি বড়,
মানুষ হলি না কেন সোনা?
স্নেহ ভালবাসা দিলে
প্রাপ্য তবে শুধুই বঞ্চনা?