ফেরা

illustration_poem_3

Illustration by Rani Bhowani

                        ফেরা
মাধবী চক্রবর্তী

বার বার জীবনের সিঁড়ি ভাঙা অঙ্ক ভুল করে
অসফল হতে হতে এক দিন তীব্র হতাশায়,
সম্পর্কের মাকড়সার মায়া জাল ছিন্ন করে নিয়ে
মৃত্যু চিন্তা জীবনকে ঠেলে দেয় অন্তিম যাত্রায়-
হেমন্ত কুয়াশা ঘেরা তরুণ চাঁদের
বিষণ্ণতা মাখা এক ভূতুড়ে আলোয়,
মাঠেদের বুক থেকে উঠে আসে দীর্ঘ শ্বাস
প্রেতিনী আলেয়া নাচে জলার কিনারে।
সমান্তরাল দুই ইস্পাতের ঋজু রেখা ধরে
নিশ্চিত অন্তের দিকে মৃত্যু ইচ্ছা দ্রুত হেঁটে চলে।
ওদিকে জীবন তার হলদে পাতার খাতা খুলে
পূরাণো হিসাব কেটে নূতন অঙ্ক নিয়ে বসে।
তখন পরীর দল জ্যোৎস্নার মিহি সুতো ধরে
সোনালি ধানের ক্ষেতে নেমে এসে ছুটোছুটি করে;
হিমেল হাওয়ায় দোলে ধান গাছ সে পরশ পেয়ে,
হাওয়ায় হিন্দোল জাগে, কুয়াশা চাদর যায় সরে।
অশ্রুর শিশির ঝরে মাঠ ঘাট সব ভিজে যায়
জীবন আবার করে একটি সুযোগ পেতে চায়।
ইস্পাতের রেখা ধরে রক্তচোখে মৃত্যু ধেয়ে আসে
জীবনের আশা তাকে মূহুর্তে সরায় এক পাশে।
আলো, অন্ধকার আর সুখ-দুঃখ বেঁধে বাহু পাশে
জীবনকে আবার সে চুমু খায় গভীর বিশ্বাসে।

Comments
  1. rani.bhowani@gmail.com' Rani
  2. gautam601223@gmail.com' Goutam Kar
  3. shomi banerjee

Leave a Comments

Your email address will not be published. Required fields are marked *