কবিতা কণা
কবিতা কণা
Poem by Anindita Ganguly
উপনিষদে মানুষকে বলা হয়েছে যে সে অমৃতের সন্তান । আরও এগিয়ে ঋষি উদ্দালক তাঁর পুত্রকে বলছেন তত্তমসি শ্বেতকেতু । সমস্ত উপনিষদে মানুষকে ব্রহ্ম বলা হয়েছে । বলা হয়েছে আমাদের সৃষ্টিকর্তা পরম ব্রহ্ম স্বয়ং । তাই সেই পরম পিতার প্রতি আমরা সবাই জ্ঞানে অজ্ঞানে প্রবল আকর্ষণ অনুভব করি । যা থেকে সৃষ্ট তাইতেই ফিরে যাওয়ার অপ্রতিহত গতি । কবিতা কয়টি সেই আকর্ষণের প্রমাণ ।
১
নিত্য তুমি এক
বসত তোমার মানবদেহে
প্রকাশে অনেক ।
( একং সৎ বিপ্রা বহুধা বদন্তি )
২
পরম ‘জীবন’
কুড়ায়ে পেয়েছি জীবনের ধন
অমুল্য এক মাণিক ।
(… যমেবৈষ বৃণুতে তেন লভ্য। কঠোপনিষদ। মাণিক আত্মা আপনা থেকে লাভ হয়, কুড়িয়ে
পাওয়া যায় । সাধনায় নয় । আত্মা যাকে বরন করেন তাঁরই আত্মা সাক্ষাৎকার হয় )
৩
তোমার সৃষ্টির মাঝে
তুমি আছ তাই
এ বিশ্ব চরাচরে
তোমাকেই মনে পড়ে
তব প্রেমে অন্তরে
আপনারে পাই ।
( নিত্যহ নিত্যানাং চেতনশ্চেতনাং / এক বহুনাং য
বিদধাতি কামান / ত্বমাত্মস্থং যেহনুপশ্যন্তি ধীরা / স্তেষাং শান্তি শাশ্বতী – কঠ )
৪
সত্য স্বরূপ
অনন্ত জ্ঞান
ব্রহ্ম তারে কই
আনন্দে তাঁর
স্বয়ং প্রকাশ
অমৃতময় হই ।
( সত্যং জ্ঞানমনন্তং ব্রহ্ম আনন্দরূপম অমৃতম …।)
৫
জা্নিয়াছি আমি, তুমি সে পুরুষ
শুভ্রবরণ শুদ্ধস্বরূপ
তিমির বিনাশী সুধা অভিলাষী
আমার প্রাণের মানুষ ।
(বেদাহমেতং পুরুষো মহান্তং আদিত্য বর্ণং তমসঃ পরস্তাৎ …।)
৬
স্বপ্নে যখন জাগাও তুমি
মন যমুনায় লহর ওঠে
লীলাময়ের অপার লীলায়
কমলকলি হঠাৎ ফোটে ।
(য এষ সুপ্তেষু জাগর্তি কামং কামং পুরুষোঃ নির্মিমাণঃ …।)
( নিত্যহ নিত্যানাং চেতনশ্চেতনাং / এক বহুনাং য
বিদধাতি কামান / ত্বমাত্মস্থং যেহনুপশ্যন্তি ধীরা / স্তেষাং শান্তি শাশ্বতী – কঠ )
৭
পিতা তুমি উন্মোচন কর
মিথ্যা মায়া আবরণ ।
দেখে নিতে দাও তোমার
ভুবনমোহন রূপ ।
সংবরণ কর তোমার তেজ –
আমি তোমার স্নেহের প্রত্যাশী ।
আজ আমার শেষ নিঃশ্বাস
বিলীন হবে উজ্জ্বল আগুনে ।
এখন স্মরণ কর আমাকে ।
যে পূর্ণ থেকে এসেছিলাম
সেই পূর্ণ ডাকে ।
পিতা স্পর্শ দাও , বিলীয়মান
সত্ত্বায়, জাগরুক হোক চির কল্যাণ ।
( ঈশোপনিষদ ১৬, ১৭ )
ত্পিতার দেহ ও চেতনা থেকে আমাদের জন্ম ও আবার সেই শুক্রেই আমরা ফিরে যাই । তাই পিতা জনক আবার পিতাই পরম আশ্রয় ।
অসাধারণ কবিতাগুলো। আপনি যদিও কবুল করেছেন যে য়াপনিশক্তি চট্টোপাধ্যায় থেকে খুবই অনুপ্রাণিত, কিন্তু রবীন্দ্রনাথের পরে এমন সহজ সরল ভাবে উপনিষদের কথা কাউকে বলতে শুনিনি।
Darun laglo. Keep on writing.