Poetry Archive
আত্মজীবনী এবং বসন্ত কাল
On April 7, 2015
In Poetry

আত্মজীবনী এবং বসন্ত কাল এবার বুকে আগুন রেখে দিলাম, এখন থেকে জীবন সুরু হোক. তোমার দু হাত আমার হাতে নিলাম, তোমার দু চোখ আলোর
সেই মেয়েটা

Editor’s note: This Poem has been sent to us by Parama Dasgupta in response to the beautiful poem titled That Girl by Anindita Ganguly published
ফেরা

বার বার জীবনের সিঁড়ি ভাঙা অঙ্ক ভুল করে
অসফল হতে হতে এক দিন তীব্র হতাশায়,
সম্পর্কের মাকড়সার মায়া জাল ছিন্ন করে নিয়ে
মৃত্যু চিন্তা জীবনকে ঠেলে
অন্য জীবন

ছেলেটা দাঁড়িয়ে আছে এক মনে -
ঠাসাঠাসি ভীড় আর মানুষের কোলাহল
ইদুঁর দৌড়, জীবনের জাঁতাকল
তবু সে শান্ত, নীরব অবিচল।
অন্তহীন প্রতীক্ষায়ে

শরীরে শরীর মিলেছে
চোখে চোখ, হাতে হাত
ঠোঁটে তোমার বুবুক্ষু উষ্ণতা
আনন্দে ভেসে যেতে চেয়েছে মন –
চোখে চোখ, হাতে হাত
ঠোঁটে তোমার বুবুক্ষু উষ্ণতা
আনন্দে ভেসে যেতে চেয়েছে মন –
- 1
- 2